ঝিনাইদহে চোর চক্রের পাঁচ সদস্য আটক

0
8

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে ছালাভরা এলাকা থেকে ইজিবাইক, মাহিন্দ্রসহ আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোররাতে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল এলাকার লিয়াকত শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫), জেলা শহরের ভুটিয়ারগাতী এলাকার মৃত হারান ম-লের ছেলে ই¯্রাফিল ম-ল (৩৫), ডাকবাংলা এলাকার সনজের আলীর ছেলে চান আলী (২০), মহিষাডাঙ্গা এলাকার ইয়ামিন বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস (২০) ও কালীকাপুর এলাকার মৃত নুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকা থেকে চোর চক্রের পাঁচ সদস্য আটকসহ চুরি যাওয়া একটি ইজিবাইক ও একটি মাহিন্দ্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইজিবাইকটি কালীগঞ্জের বলিদাপাড়া থেকে এবং মাহিন্দ্রটি যশোর এলাকা থেকে চুরি করা হয়েছিল।