জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে চেক জালিয়াতি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শহরের হামদহ খন্দকার পাড়া এলাকার মৃত মোকাদ্দেস আলীর ছেলে দাউদ হোসেন (৫০), আদর্শ পাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে শামসুজ্জোহা জুয়েল (৪০) ও কোরাপাড়া এলাকার মৃত শরাফত জোয়ার্দ্দারের ছেলে রবিউল ইসলাম (৪২)। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত দাউদ হোসেন ও শামসুজ্জোহা জুয়েল এবং মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত রবিউল ইসলামকে গ্রেফতার করে সদর থানার এস আই শামসুর রহমান ও এ এস আই মোস্তাক। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।