ঝিনাইদহে একদিনে নতুন আক্রান্ত ১০ জন, মোট আক্রান্ত ১৬৬২ ও মৃত্যু ২৭ জনের

0
28

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ 

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় ১৬৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৩৭ টি নমুনার রিপোর্টে নতুন ১০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শৈলকুপায় ৩ জন, কালীগঞ্জে ৫ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০২৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২৭ জন মৃত্যুবরণ করেছে। ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৬২ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৮২২, শৈলকুপায় ২০৬, হরিণাকুন্ডুতে ৯৪, কালীগঞ্জে ৩৭৬, কোটচাঁদপুরে ১০৬ ও মহেশপুরে ৫৮ জন আক্রান্ত হয়েছেন।