ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

0
5

নিউজ ডেস্কঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ সুজন ওরফে কালু নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম ও সহকারী ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের মহির উদ্দীনের ছেলে মাদকব্যবসায়ী সুজন ওরফে কালুকে (৩০) আটক করে। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার নামে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।