ঝিনাইদহে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0
12

নিউজ ডেস্ক:মাদক, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠীর পরিকল্পিত গুজব রটিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ শন্জু, অ্যাড. আক্কাচ আলী, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম, মাহমুদুল ইসলাম ফোটন, প্রচার সম্পাদক মন্জু পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জজ কোর্টের জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, হরিণাকু-ু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাক পৌর মেয়র সাইদুল করিম মিণ্টুর পরিচালনায় সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ সদর ও হরিণাকু-ু উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।