ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে টোকন (২৫) নামের এক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক টোকন গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে টোকনকে গ্রেফতার করা হয়েছে। টোকন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তিনি আরো জানান, টোকন ফেসবুকে আবু তাসিম কাকা ছদ্ম নামে আইডি খুলে জঙ্গীবাদের স্বপক্ষে প্রচার চালাতো। তাকে মহেশপুরের বজরাপুর গ্রামের জঙ্গী অভিযান মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।