ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ২টি ওয়ান শুটারগান সহ রফিকুল ইসলাম (২৬) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার বিকাল ৩ টার দিকে তাকে শেখপাড়া বাজার থেকে আটক করা হয়। সে দেবীনগর গ্রামের মকসেদ আলীর ছেলে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঝিনাইদহ র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কোমান্ডার এ এস পি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ জেলার শেখপাড়া বাজার এলাকার একটি ওর্য়াকসপ র্যাব অভিযান চালায়। অভিযান কালে ঐ ওয়ার্কসপ থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে র্যাব আরো জানায়। তাকে শৈলকুপা থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।