ঝিনাইদহ সংবাদদাতাঃ শুক্রবার সকালে ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী প্রাঙ্গণে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরেরমত সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়। বিতরণকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শাহীনূর আলম লিটন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়াবার জন্য বৃত্তবানদের প্রতি আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ, সহকারি পরিচালক তানজুল ইসলাম দিনার, সিনিয়র শিক্ষিকা সাহিদা খানম, মানিরা বেগম রুমকি, নুরুন্নাহার চঞ্চল, প্রশাসনিক কর্মকর্তা মাসুম পারভেজ রনি, সহকারি শিক্ষিকা কানিজ তন্বি ও তামান্না ইকবাল লিটা। এ বছর শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে সেমাই-চিনি বিতরণ করা হয়।