খুলনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ
নিউজ ডেস্ক:পৃথিবীতে এসেছিলো তারা এক সাথে। আবার এক সাথেই তাদের চিরপ্রস্থান হলো। তবে স্বাভাবিক নয়। মাত্র ১০ বছর বয়সে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্টার আর সান (১০) নামের দু’জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দু’ভাইয়ের মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে পৌছালে এক হৃদয়র বিদার দৃশ্যের অবতারণা হয়। তারা খুলনা রেলওয়ে পুলিশের এএসআই খুরশিদ আলমের ছেলে। পিতার চাকরীর সুবাদে সপরিবারে খুলনায় বসবাস করতো। নিহত দুই ভাইয়ের চাচা উজ্জল হোসেন শনিবার বিকালে জানান, শুক্রবার খুলনার আড়ংঘাটা উপজেলার বড়ইতলা নামক স্থানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘষে ঘটনাস্থলে মোটর চালক হৃদয় ও স্টার নিহত হয়। স্টারের অপর ভাই সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুরে দু’ভাইকে দাফনের জন্য আনা হয় কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামে। শোকের ছায়া নেমে আসে গ্রামটিতে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। দুপুরে জানাজা শেষে তাদের দু’ভাইকে দাফন করা হয়। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, এ ধরণের খবর আমাকে কেও জানায়নি। জানালে অবশ্যই সেখানে যেতাম। তিনি বলেন এ ধরণের মৃত্যু সব পিতার জন্যই মর্মান্তিক ও দুঃখজনক।