জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মেয়ের পর বাবার মর্মান্তিক মৃত্যু! আহত হয়েছে একই পরিবারের ২ জন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রথমে সুমাইয়া (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সময় আহত হয়েছে একই পরিবারের আরও তিন জন। বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এ এস আই মোঃ মোজলেম তালুকদার জানান সকালে মাগুরা থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ সদর উপজেলা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের সেলিম রেজা তার পরিবার নিয়ে বাড়ির উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে সাজোরে ধাক্কা দেয়। সে সময় মোটরসাইকেল চালক সেলিম রেজা, তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে সুমাইয়া রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষনা করেন এবং চালক সেলিম রেজাকে রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকার নেওয়ার সময় পথিমধ্যে ফরিতপুর নামক স্থানে সে মারা যায়। নিহত সেলিম রেজা শুরাট ইউনিয়নের রতনহাট গ্রামের নওশের আলীর ছেলে। সেলিম রেজা ব্র্যাকের মাগুরা শাখায় কর্মরত আছেন।