ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জ নলডাঙ্গায় ব্যক্তি উদ্দ্যোগে বৃহত পরিসরে গড়ে ওঠা একটি পার্ক-যা ইতিমধ্যে অত্র অঞ্চলের মানুষের মনোযোগ আর্কষণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়-এন আর বি রিসোর্ট এর সুনাম এখন অত্র এলাকা ছাড়িয়ে অত্র খুলনা বিভাগে ছড়িয়ে পড়েছে। বিদেশ থেকেও অনেক বন্ধু রিসোর্ট সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। এন আর বি সমন্ধে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এন আর বি অত্র এলাকার সেরা বিনোদন পার্ক; তবে রিসোর্ট কর্তৃপক্ষ যথাসাধ্য চেস্টা করে যাচ্ছে এটিকে একটি পূর্ণাঙ্গ বিনোদন পার্ক তথা রিসোর্টে রুপদান করার।
এরই ধারাবাহিকতায় প্রতিদিন একটু একটু করে হলেও রিসোর্টের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। আর এই আসন্ন ঈদকে সামনে রেখে বর্তমানে বিপুল সংখ্যক মানুষ প্রায় রাতদিন ধরে কাজ করে যাচ্ছেন একটি অভিনব পাহাড় নির্মাণের জন্য। ছয়তলা ভবনের সমান উঁচু এই পাহাড় চুঁড়ায় ওঠার জন্য ইতিমধ্যেই নির্মিত হয়েছে সাপের মতো প্যাচানো সিঁড়ি। আর পাহাড়ের গা বেয়ে ঝরে পড়বে ঝড় ঝড় করে অপরুপ ঝরণাধারা! যে ঝর্ণার পানি উপর থেকে গড়িয়ে পড়বে নীচের সুইমিং পুলে! একবার কল্পনা করলেই বোঝা যাবে এন আর বি রিসোর্ট পার্কটি কেমন লাগবে!