ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড

0
7
ইমাম বিমান, ঝালকাঠি থেকে  :
ঝালকাঠি পুলিশি বাধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ মিছিল পন্ড। ১৫ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ মিছিল করা পূর্বেই পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।
পরে ঝালকাঠি জেলা কার্যালয়ে সামনে জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পীর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সহ-সভাপতি খন্দকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এড. মুন্সী রেজাউল হক আজিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারন সম্পাদক  রবিউল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক শামীম হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা হিন্দু ছাত্র ফ্রন্টের সভাপতি কেশব সুমন সরকার, শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম মৃধা প্রমুখ।
এ সময় বক্তারা বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার নিন্দাও জানিয়ে বলেন, কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তাকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।