রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি সদরের বালিঘোনা গ্রামে ৭ মাসের অন্তসত্তা এক গৃহবধুর অাত্বহত্যার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাযায় বালিঘোনা গ্রামের মৃত অাফছের হাওলাদারের ছেলে দিন মজুর হাসিবের স্ত্রী জান্নাত (১৮) অাজ সকালে বাবার বাড়ী থেকে শশুর বাড়ী অাসার পথে বিষ খেয়ে অাত্বহত্যা করে। স্থানীয়রা অারো জানায় এক বছর পূর্বে বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন পাতনিয়াকাঠি গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে জান্নাতের সাথে পারিবারিক ভাবে বালিঘোনা গ্রামের হাসিব হাওলাদারের বিয়ে হয়। বিয়ের কিছু দিনপর জান্নাত অন্তসত্তা হন। জান্নাতের গর্ভের বয়স ৭ মাস পেরিয়ে গেলে তার শাশুড়ির কাছে ডাক্তার দেখানোর কথা বললে জান্নাতের শাশুড়ি ডাক্তার দেখতে পারবে না বলে এবং জান্নাতকে তার বাবার বাড়ী যেতে বলে। জান্নাত তার স্বামী ও শাশুড়ির কথায় বাবার বাড়ি চলে যায়।
অন্যদিকে জান্নাতের বাবার বাড়ি এলাকা থেকে স্থানীয় সূত্রে জানাযায়, জান্নাত ২০১৬ সালে এস এস সি পরীক্ষা দিয়ে পাশ করেছিল ঘরে সৎ মা এবং জান্নাতের বাবা গরিব থাকায় তাকে দিনমজুর ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পেড়িয়ে গেলে সে অন্তসত্তা হয়।জান্নাতের মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিবাহ করে। বাবার ঘরে সৎ মা থাকায় জান্নাত তার সৎ মায়ের কাছে চিকিৎসার কথা বললে মা হারা মেয়ে জান্নাতকে চিকিৎসা তো দূরের কথা অসুস্থ অবস্থায় বাবার ঘরে থাকার জন্য স্থানটুকু দেয়নি। বুকভরা কষ্ট নিয়ে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী অাসার পথে স্থানীয়রা রাস্তায় জান্নাতের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা হাসিবকে সংবাদ দেয় হাসিব স্থানীয়দের সহযোগীতায় তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
( শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।