রিপোর্ট : ইমাম বিমান: ব্রাহ্মনবাড়িয়ার অাশুগঞ্জ উপজেলা থেকে অপহত সাড়ে ৫ বছরের শিশু শাকিব ৭ দিন পর গত সোমবার ১৯ জুলাই ঝালকাঠিতে এক নারীর সহযোগীতায় উদ্ধার হওয়ার ঘটনায় জেলা পুলিশের অামন্ত্রনে ২২ জুন বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান তাকে অার্থিক ভাবে পুরুস্কৃত করেন।
ঝালকাঠি পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার ইসমাইল তালুকদারের স্ত্রী মমতাজ বেগমকে পুলিশ সুপার কার্যালয়ের অামন্ত্রন করে অার্থিক ভাবে পুরুস্কৃত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অাব্দুর রাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল এম এম মাহমুদ হাসান ( পিপিএম সেবা ) উপস্থিত ছিলেন।
প্রসংঙ্গত ১৯ জুন সোমবার দুপুরে মটর সাইকেল যোগে শিশু শাকিবকে নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির ওপর দিয়ে মটর সাইকেল যোগে নিয়ে যাওয়ার সময় নলছিটি উপজেলার রায়াপুর গ্রামে ( বরিশাল-ঝালকাঠি) মহাসড়কের নিকটবর্তী বটতলা নামক স্থান থেকে স্থানীয়দের সহযোগীতায় এবং সেখানে উপস্থিত নারী মমতাজ বেগম থানা পুলিশকে খবর দেয়ায় পুলিশ ঘটনাস্থানে গিয়ে শিশু শাকিবকে এবং অপহরনের সাথে জড়িত সন্দেহে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের অাব্দুল খালেক মিয়ার ছেলে হাসান ওরফে হোসেন (২৫) নামের এক যুবককে অাটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে অাসে। অপহত সাড়ে ৫ বছর বয়সি শিশু শাকিব ব্রাহ্মবাড়িয়া জেলার অাশুগঞ্জের কলাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শিশু শাকিব অাশুগঞ্জের স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র। গত রোববার থেকে শিশুটি অাশুগঞ্জ থেকে নিখোজ হওয়ায় তার পরিবার ব্রাহ্মবাড়ীয়া থানায় ১টি সাধারন ডায়রী করেছিল।