নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজেই ড্র করেছে সফরকারী বাংলাদেশ। আজ কলম্বোতে সন্ধ্যা বাংলাদেশ সময় ৭টা ৩০ মিনিটে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল। টেস্ট ও ওয়ানডেতে সম্প্রতি ধুঁকলেও টি-টোয়েন্টির শ্রীলঙ্কা অন্য দল। সবশেষ দুই সিরিজে তারা জিতে এসেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তাই এগিয়ে রাখা যায় শ্রীলঙ্কাকেই।
সেটি মানছেনও মাশরাফি। তবে জয়ের আশাও ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক। ‘ওরা দুটি সিরিজ পর পর জিতেও এসেছে। মানসিক অবস্থাও ভালো আছে। শ্রীলঙ্কা যদিও ফেভারিট, তবে আমরা আমাদের সেরাটা খেললে জিতব না এমন নয়।
দুই দলই চাইবে সিরিজ জিততে। তাই প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। যদি জিততে পারি, তাহলে চাপ সরে যাবে। প্রথম ম্যাচ জিতলে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। তাই আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।