জড়িতদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ

0
9

এমপির পিএস ও মোটরশ্রমিককে কুপিয়ে আহতের ঘটনা
নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের মাওলানা ভাসানী সড়কে এমপির পিএস কামাল হোসেন (৪০) ও মোটর শ্রমিক পলাশকে (৩০) কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
জেলা বাস-মিনিবাস ও মাইক্রোকার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান জানান, ‘সংসদ সদস্যর পিএস কামাল হোসেন এবং আমাদের মোটর শ্রমিক পলাশকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় আমাদের শ্রমিককে কুপিয়ে আহত করার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের আটকের দাবিতে আমাদের অবরোধ কর্মসূচি। অনতিবিলম্বে আসামি আটক করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, আসামি আটকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের পিএস কামাল হোসেন তাঁর অফিসে বসেছিলেন। ওই সময় অফিস থেকে বের হয়ে রাস্তার ওপর এলে কয়েকজন সন্ত্রাসী তাঁকে ও তাঁর পাশে থাকা মোটর শ্রমিক পলাশকে কুপিয়ে আহত করেন। পরে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।