নিউজ ডেস্ক:
নিজের থেকে দুর্বল প্রতিপক্ষ মিডলসবরোর বিপক্ষে নিজেদের সম্মান বাঁচাতে সক্ষম হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার রিভারসাইড স্টেডিয়ামে মিডলসবরোর মাঠে দু’বার পিছিয়ে পড়েও থেকে ২-২ গোলে ড্র করেছে পেপ গুয়ার্দিওয়ালার দল৷ ব্রাজিলিয়ান উঠতি প্রতিভা গাব্রিয়েল জেসুসের শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি৷
ম্যাচের প্রথমার্ধ্বের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে সিটি৷ বক্সের মধ্যে থেকে সাবেক সিটি তারকা আলভারো নেগ্রেদোর শট জালে জড়িয়ে যায়৷ ৬৯ মিনিটে সিটিকে সমতায় ফেরান আগুয়েরো৷ লেরয় সানেকে বক্সের মধ্যে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় গুয়ার্দিওয়ালার দল৷ তা থেকে গোল করেন এই আর্জেন্তাইন স্ট্রাইকার৷ ৭৭ মিনিটে কলাম চেম্বার্সের গোলে এগিয়ে যায় ‘বরো’৷৮৫ মিনিটে গোল করে গুয়ার্দিওয়ালাকে স্বস্তি দেন চোট সারিয়ে ফেরা জেসুস৷ প্রিমিয়র লিগে এটি তাদের ন’নম্বর ড্র৷