জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

0
46

নিউজ ডেস্ক:

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সসহ ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালের আউটডোরে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বুধবারে পিসিআর ল্যাবের সর্বশেষ তথ্যনুযায়ী জীবননগর উপজেলায় মোট ১৩ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেকমো চিকিৎসক, একজন নার্সসহ ছয় কর্মকর্তার করোনা শনাক্ত হয়। চিকিৎসক ও নার্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগে গুরুত্বপূর্ণ রোগী ছাড়া রোগী দেখা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, যেহেতু হাসপাতালের ৬ জন কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে কারণে আউটডোরে ইমারজেন্সি রোগী ছাড়া রোগী দেখা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে লকডাউন হবে কি না, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। নির্দেশ এলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।