জীবননগরে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
7

নিউজ ডেস্ক:জীবননগর সন্তোষপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. জলিল ম-লের ছেলে মোজাম্মেল হক (৪০) ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার পাড়ার শহিদুলের ছেলে রাসেল (১৮)। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জীবননগর থানাধীন সন্তোষপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় জীবননগর উপজেলার সন্তোষপুর বাজার-সংলগ্ন মেসার্স অঙ্গন ফিলিং স্টেশনের সামনে দর্শনা-জীবননগর মহাসড়কের ওপর থেকে ৮৮ বোতল ফেনসিডিলসহ জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. জলিল ম-লের ছেলে মোজাম্মেল হক (৪০) ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার পাড়ার শহিদুলের ছেলে রাসেলকে (১৮) আটক করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেনসিডিল ও আটক ব্যক্তিদের নামে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ২৫-ই(২) ধারার মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়।