বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক
নিউজ ডেস্ক:জীবননগর আশতলাপাড়া জামে মসজিদের পাশ থেকে সার্কিটসহ ৬টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা এ বোমা উদ্ধার করে। পরে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থান পরিদর্শন করে। দীর্ঘ ১২ ঘন্টা পর খুলনা র্যাব-৬ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামালের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় দলের একটি টিম ঘটনাস্থানে পৌঁছে বোমা নিষ্ক্রিয় করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জীবননগর পৌরসভার ৮নং ওয়ার্ডের আঁশতলাপাড়া জামে মসজিদ ও মসলেম উদ্দিনের বাড়ির মাঝামাঝি গলির ভিতরের সিড়ির নিকটে একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে জড়ানো কাগজ দেখতে পেয়ে সন্দেহ জাগে। এ সময় স্থানীয় জনগণ কাছে যেয়ে দেখে একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে আছে। বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থানে ছুটে আসে। মসলেম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, আমি সকালে ফজরের নামাজ শেষে বাড়িতে চলে যায়। পরে সকাল ৭টার সময় বাড়ির পাশের বেশ কয়েকজন প্রতিবেশী আমার বাড়িতে যেয়ে বলে সিড়ির উপরে বোমার মত দেখতে কি রয়েছে। তাদের কথা শুনে আমি সেখানে যায় এবং দেখতে পায় একটি খবরের কাগজের মধ্যে লাল টেপ দিয়ে একটি সার্কিট ও বোমা রয়েছে। বিষয়টি আমি ওয়ার্ড কাউন্সিলরকে জানায়।জীবননগর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হযরত আলী জানান, বৃহস্পতিবার সকালে মসলেম উদ্দিন আমাকে ফোন দিয়ে বলে তার বাড়ির পাশে মসজিদের নিকট কে বা কারা বোমা রেখেছে। বোমার কথা শুনে আমি ঘটনা স্থানে ছুটে আসি এবং বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানায়। এদিকে বোমার সংবাদ শুনে ঘটনাস্থান পরিদর্শন করেন জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ও জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন- পৌরসভার আশঁতলাপাড়া মসজিদের পাশে বোমা পাওয়া গেছে এমন একটি সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থানে আমরা আসি। এখানে বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে তবে বিশেষজ্ঞ মতামত ছাড়া বোমার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। এদিকে মসজিদের পাশ থেকে বোমা উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।