জীবননগরে ৩৬ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

0
6

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন ইমামুল ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৬ বোতল ফেনসিডিলসহ জীবননগর পৌর শহরের হাইস্কুল পাড়ার তরিকুল ইসলাম মিন্টুর ছেলে ইনজামুল (২০) ও কর্চাডাঙ্গা গ্রামের মৃত খালেকুজ্জামানের ছেলে শাহজালাল ড্রাইভারকে (৪৫) আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।