জীবননগরে ১০ পিস ইয়াবাসহ আটক-১

0
9

নিউজ ডেস্ক:জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খালপাড়ার মৃত মল্লিক মন্ডলের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী ফয়জুলকে (৫২) গত রোববার রাত সাড়ে ৯টায় জৈনক গারীজ মাস্টারের বাঁশ বাগানের সামনে পিচ রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর ক্যাম্প পুলিশের এএসআই মশফিকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে মশফিকুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে জীবননগর থানায় ১টি মামলা দায়ের করেন। গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর থানায় ফয়জুলকে সোপর্দ করেন।