জীবননগরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা কাদের গ্রেফতার

0
9

জীবননগর অফিস:জীবননগর থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে কাশিপুর গ্রামের মৃত আকাইদ রহমানের ছেলে যুবলীগ নেতা কাদেরকে (৩০) আটক করে। থানা সূত্রে জানা গেছে, ২০১২ সালে কাদেরের নামে পিরোজপুর থানায় একটি ফেন্সিডিলের মামলা হয়। ওই মামলায় তার ৩ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা হয়। গতকাল সকালে জীবননগর থানা পুলিশ তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করে।