ঈদ করা হলো না নাঈমের, পরিবারে শোকের মাতম
নিউজ ডেস্ক:জীবননগরে বাড়িতে প্রবেশের গেট ধসে পড়ে নাঈম হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের নওদাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন নওদাঁপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় নাঈম ও তার বন্ধুরা মিলে গ্রামের হাবিবুর মালিতার বাড়ির সামনে কোরবানির ঈদ উপলক্ষে পটকা ফোটাতে যায়। নাঈমের বন্ধুরা ওই বাড়ির গেটের ছাদের ওপর উঠে লাফালাফি করছিল। এ সময় ছাদটি ধসে ছাদের নিচে থাকা নাঈমের গায়ের ওপর পড়ে। নাঈম ঘটনাস্থালেই মারা যায়। এ ঘটনায় আহত হয় তার চার বন্ধু। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে ছাদের নিচ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেন।
বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান জানান, গতকাল সন্ধ্যায় নাঈমসহ ছয়-সাতজন শিশু গ্রামের হাবিবুর মালিতার বাড়ির সামনে খেলা করছিল। এ সময় হঠাৎ বাড়ির প্রবেশ গেট ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাঈম হোসেন। গুরুতর আহত হয় রিফাত (১০), হুসাইন (৬), লিমন (৭) ও রাজু (১৩) নামের চার শিশু। পরে স্থানীয় লোকজন আহত শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা জানান, ভেঙে পড়া গেটের ইটের আঘাতে চার শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, বর্তমান তারা শঙ্কামুক্ত।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, ‘বাঁকা গ্রামের দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে ও চারজন আহত হয়েছে। এ ঘটনা শোনামাত্র আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এদিকে, সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্কুলছাত্র নাঈমের মাসহ গোটা পরিবার।