জীবননগরে ফেনসিডিলসহ যুবক আটক

0
7

নিউজ ডেস্ক:জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে মাদকসহ আনিছুর রহমান (৩০) নামের এক যুবক আটক হয়েছেন। গত শুক্রবার রাতে খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপির টহল দলের সদস্যরা তাঁকে ফেনসিডিলসহ আটক করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। ভারত হতে বাংলাদেশে আসার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া আমবাগানের মধ্য থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ গয়েশপুর গ্রামের ফরমান ম-লের ছেলে মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে আটক করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৩ হাজার ৬ শ টাকা। আটক ব্যক্তিকে মাদকসহ জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গয়েশপুর গ্রামের জমাত আলীর ছেলে আব্বাস (৩২) ও মৃত আদলের ছেলে মো. জসিম উদ্দিনকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা করা হয়েছে।