জীবননগরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
10

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার উথলী বাজার পাড়ার মৃত আবুল বরকত বিশ্বাসের ছেলে মো. আলমগীর হোসেন (৫০) ও উপজেলা মৃগামারী পশ্চিম পাড়া গ্রামের রওশাদ ম-লের ছেলে রাজ্জাক ম-ল (৪৩)। গতকাল রোববার ভোর সাড়ে ছয়টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার কর হয়। র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র‌্যাব-৬-এর অভিযানিক দল জীবননগর বাসস্ট্যান্ড-সংলগ্ন নুর মুহাম্মদের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া ফেনসিডিল ও গ্রেপ্তার দুই আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-ই(২) ধারার মামলা করা হয়।