জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

0
8

নিউজ ডেস্ক:জীবননগরের ধোপাখালীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। গত রোববার খালিশপুর-৫৮ বিজিবি এ অভিযান পরিচালনা করে। জানা যায়, গত রোববার খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭০/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ ধোপাখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাজু (১৮) এবং ২৬ বোতল ফেনসিডিলসহ রাজাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তহিরুল ইসলামকে (৩২) আটক করা হয়। আটক হওয়া আসামিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।