নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবারও গত শুক্রবার পৃথক সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নতুন মসজিদপাড়ার আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও একই উপজেলার হাসাদহ মোল্লাপাড়ার মৃত সোহরাব উদ্দীনের ছেলে সাকিব আহম্মেদ সোহেল (২৮)। জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসআই সাইদুজ্জামান, এএসআই মিলন, এএসআই সুলতান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নতুন মসজিদপাড়ার আব্দুস সামাদের বাড়ির পিছন থেকে মাদকব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানে নেতৃত্বে এসআই শতদল মজুমদার, এএসআই বিশ্বনাথ, এএসআই নুরুল নবী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের মোল্লা সুপার মার্কেটে অবস্থিত থ্রি-ষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টে’র সামনে থেকে সাকিব আহাম্মেদ সোহেলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক সাকিব আহাম্মেদ সোহেল একজন পেশাদার মাদকসেবী ও উঠতি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা রুজু হয়েছে।