জীবননগরে পুলিশের অভিযানে চার মাতাল আটক

0
6

নিউজ ডেস্ক:জীবননগরে মাতাল অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে মাদকবিরোধী অভিযান চালায় জীবননগর থানার পুলিশ। এ সময় মাতাল অবস্থায় উপজেলার রায়পুর ইউনিয়নের বারাদি গ্রামের মহিরুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৭), ছলেমানপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক (৩০), খন্দকার বদরুলের ছেলে লিমন হোসেন (৩০) ও নুরুল বকসোর ছেলে সাহাবুদ্দিনকে (৩০) আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।