নিউজ ডেস্ক:জীবননগর থানা পুলিশ নাশকতার মামলায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বাঁকা ইউনিয়ন ও কেডিকে ইউনিয়ন পরিষদের দু’জন ইউপি সদস্য ও এক বিএনপি কর্মিকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার উথলী বাজারে এক চায়ের দোকানে বসে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে সেনেরহুদা গ্রামের মৃত আফছার আলীর ছেলে উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় জীবননগর থানা পুলিশ চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন। অপরদিকে, একইদিন রবিবার দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের রঘুনন্দনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বাঁকা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান (৪৮), কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ঝন্টু (৪৫) ও বিএনপি কর্মি জীবননগর পৌর শহরের আঁশতলাপাড়ার মৃত সামসুর রহমানের ছেলে হাবিবুর রহমানকে (৩৮) পুলিশ গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই সিরাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মি। তাদের বিরুদ্ধে থানায় নির্বাচনী ক্যাম্প ভাংচুরের মামলা রয়েছে। জীবননগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন জানান, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি’র নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করছেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, পূর্বের নাশকতা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।