চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর জমি দখল নেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যার সময় উপজেলার মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মৃত. ফজলুল করিমের ছেলে দিনমজুর লাল মিয়ার জমি তার ভাই শাজাহান ও ভাইয়ের ছেলে নুরুজ্জামান জোরপূর্বক দখল নিতে যায়। এ সময় লাল মিয়া ও তার স্ত্রী হামিদা (৪৫) এবং মেয়ে শাহানাজ খাতুনকে (১৭) পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয় জনগন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগ০র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত লাল মিয়ার মেয়ে শাহানাজ জানান, তার চাচা ও চাচাতো ভাই তাদের জমি জোরপূর্বক দখল করে নেয়ার জন্য চেষ্ঠা করে। এ নিয়ে বেশ কয়েকবার তাদের উপর নির্যাতন করেছে তারপরও জমি না ছাড়ায় গতকাল সন্ধ্যর সময় তারা একত্রিত হয়ে লাল মিয়ার পরিবারের উপর হামলা করে বলে অবিযোগ তোলে। এ ব্যাপারে নুরুজ্জামানের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, মিনাজপুর গ্রামের একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করে এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে আইনে ব্যবস্থা নেওয়া হবে ।