ডিভাইস মূল্যঃ
জিপি থ্রিজি পকেট রাউটার: খুচরা মূল্য ৩,৯৪৫ টাকা
জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার (কারফাই): খুচরা মূল্য ২,৪৯৯ টাকা
ডাটা বান্ডেল অফারঃ
- ১জিবি ডাটা ফ্রি! মেয়াদ ৭ দিন।
- ৮জিবি প্যাকের সাথে ৮জিবি ভলিউম বোনাস ৯৫০ টাকায় (এসডি+ভ্যাট+এসসি ছাড়া) এবং এসডি+ভ্যাট+এসসিসহ এর মূল্য ১১৫৬.৬৩ টাকা।
- ৮জিবি প্যাকের মেয়াদ ৩০ দিন ও বোনাস ৮জিবি ভলিউমের মেয়াদ ৭ দিন।
- শুধুমাত্র নতুন জিপি থ্রিজি পকেট রাউটার (জেডটিই এমএফ৬৫এম) ও জিপি থ্রিজি ওয়াইফাই রাউটার – জেডটিই এমএফ ৭০এম ক্রয়ে সকল জিপি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের (পিসিও প্রোডাক্ট – জিপিপিপি, বিপিও, ভিপি ছাড়া) জন্য অফারটি প্রযোজ্য।
শর্তাবলী:
- নতুন রাউটার কিনলে উক্ত গ্রাহক ক্যাম্পেইন বান্ডেল অফার প্রযোজ্য গ্রুপে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড হবেন। কোনো গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ট্যাগড না হলে ট্যাগিংয়ের জন্য ‘DR2’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে। অটো-ট্যাগিংয়ের জন্য কোনো চার্জ নেই।
- ৮জিবি ইন্টারনেট প্যাক কিনতে ও ৮জিবি ইন্টারনেট বোনাস পেতে ‘Router1’ লিখে ৫০৫০ নম্বরে এসএমএস করতে হবে।
- ২ মাস যাবত ক্যাম্পেইন ট্যাগিং চলবে এবং গ্রাহক এসএমএস রেজিস্ট্রেশনের পর পরবর্তী ৬ মাসে সর্বোচ্চ ৬ বার এই হ্রাসকৃত মূল্যের ডাটা কিনতে পারবেন।
- ক্যাম্পেইন শুরুর দিনের পর কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগড হলে, তিনি পরবর্তী ৬ মাস অফারটি উপভোগ করতে পারবেন।
- একই গ্রাহক একাধিক সিম ট্যাগিংয়ের চেষ্টা করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে। প্রযোজ্য ডাটা খরচ করার সময় গ্রাহককে রাউটার + সিম বান্ডেল হিসেবে ব্যবহার করতে হবে।
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#
- মেয়াদ থাকা অবস্থায় ভলিউম কোটা শেষ হওয়ার পর থেকে প্রতি ১০ কিলোবাইট-এর জন্য ২০০ টাকা পর্যন্ত ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য।
- গ্রাহক কতবার অফারটি উপভোগ করেছেন, জানতে “Check Router1” লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
- ইন্টারনেট অফারটি বন্ধ করতে Stop লিখে ৫০৫০ নম্বরে পাঠাতে হবে।
- ৬ষ্ঠবারের মতো নেয়ার পর এই অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং অফারটি নেয়ার চেষ্টা একটি এসএমএস-এর মাধ্যমে বাতিল করা হবে।
- কোনো অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়।
- জেডটিই-এর বিক্রয় পরবর্তী সেবা পলিসি অনুযায়ী গ্রাহক বিক্রয়োত্তর সেবা পাবেন।
- ১২১ নম্বরে ডায়াল করে গ্রাহক বিস্তারিত জেনে নিতে পারেন।
- ক্যাম্পেইনটি ২৬ জানুয়ারী ২০১৭ পর্যন্ত চলবে।