নিউজ ডেস্ক:দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে অন্যের পাসপোর্ট ব্যবহার করে ভারতে যাওয়ার সময় টিটু মোল্লা (৪০) নামের একজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক টিটু মোল্লা শরীয়তপুর জেলার শখিপুর থানার খামগাজিপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশনে শরীয়তপুর জেলার শখিপুর থানার খামগাজিপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে টিটু মোল্লা জাল পাসপোর্টে কুমিল্লা জেলার পাঠানকোট গ্রামের হাসানের স্ত্রী আকলিমা খাতুন (২২) ও ওচকনি বেলোয়া ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঢারি এলাকার বদিউজ্জামানের স্ত্রী সীমাকে (৩০) ভারতে পাচার করার উদ্দেশে ইমিগ্রেশনে নিয়ে যান। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে পুলিশ তাঁর কাগজপত্র যাচাই করে করে সঠিক না থাকার কারণে তাঁকে আটক করে দামুড়হুদা মডের থানায় সৌর্পদ করে। এ ঘটনায় জয়নগর ইমিগ্রেশনের এসআই জিয়াউর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় টিটু মোল্লার বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা করেছেন।