জামাই’য়ের বাটামপেটায় শ্বাশুড়ি ও শ্যালক জখম!

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদায় পারিবারিক কলহের জেরে জামাই ও তার ছোট ভাই কর্তৃক শ্বাশুড়ি ও শ্যালকে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো- দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের গেইটপাড়ার তেঁতুল মিঞার স্ত্রী মালেকা খাতুন (৪৭) ও ছেলে হুমায়ুন কবির (২৫)। জানা যায়, তেঁতুল মিঞার মেয়ে রতœার ছোট ছেলে সুবহান (৬ মাস) কয়েকদিন যাবত জ্বরে ভুগছিল। তেঁতুল মিঞার জামাই একই এলাকার আজিজুল হকের ছেলে তারিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারিকুল নামাজ পড়ে এসে ছোট ভাই রফিকুলের সাথে কথা বলছিল। এ সময় রতœা স্বামী তারিকুলকে ছেলের জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতার কথা বলে ও ছেলেকে চিকিৎসকের কাছে না নিয়ে ছোট ভায়ের সাথে গল্প করছে এমন কথা বললে তারিকুল রেগে যেয়ে রতœাকে গালমন্দ করতে থাকে। এ সময় রতœার মা মালেকা খাতুন ও হুমায়ুন তার প্রতিবাদ করতে আসলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে তারিকুল ও রফিকুল বাটাম দিয়ে মালেকা খাতুন ও হুমায়ুনকে আঘাত করলে মালেকা খাতুন ও হুমায়ুন গুরুত্বর আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, মালেকা খাতুনের মাথায় গুরুত্বর জখম হওয়ায় ও জখম স্থানে ১২টি সেলাই দেয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান মালেকা খাতুনকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখে।