নিউজ ডেস্ক:
জাপানের দক্ষিণ উপকূলের অদূরে সোমবার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে ইউএস এফ১৫ নামের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন। পরে জাপানী সৈন্যরা তাকে উদ্ধার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি।
এ ব্যাপারে তারা তথ্য সংগ্রহ করছে বলে জানায়।
বার্তা সংস্থা কিয়োডো জানায়, মার্কিন কাডেনা বিমান ঘাঁটির নিয়ন্ত্রণে থাকা এ যুদ্ধবিমান সোমবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী নাহা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়।
জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, এ ঘটনায় পাইলটকে উদ্ধার করা হয়েছে। তবে এতে পাইলটের একটি পা ভেঙ্গে গেছে।
জাপানে কাডেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।