নিউজ ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের চোখ এখন লিওনেল মেসির দিকে। এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই রাশিয়ায় পা দিয়েছে টিম আর্জেন্টিনা। এক ঝলকে দেখে নেওয়া যাক দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা গতবারের রানার্স আর্জেন্টিনার যাবতীয় তথ্য।
আর্জেন্টিনা (গ্রুপ-ডি)
ফিফা ব়্যাংকিং: ৫ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৭ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (রানার্স)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (রানার্স)
সেমিফাইনালে উঠেছে: ৫ বার
ফাইনালে উঠেছে: ৫ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ২ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬)
পরিসংখ্যান: ম্যাচ-৭৭, জয়-৪২, ড্র-১৪, হার-২১, গোল করেছে-১৩১, গোল হজম করেছে-৮৪
কোচ: জর্জ সাম্পাওলি
তারকা ফুটবলার: লিওনেল মেসি
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: নাহুয়েল গুজমান (টাইগ্রেস ইউএএনএল), উইলফ্রেডো কাবালেরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)৷
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো (সেভিয়া এফসি), ক্রিশ্চিয়ান আনসালদি (তোরিনো এফসি), নিকোলাস ওতামেনদি (ম্যানচেস্টার সিটি), ফেডেরিকো ফাজিও (এএস রোমা), মার্কোস রোজো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ত্যাগলিয়াফিকো (এএফসি আজাক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), জাভিয়ের মাসচেরানো (হেবেই চাইনা ফর্চুন এফসি), এডুয়ার্দো স্যাভিও (এসএল বেনফিকা)৷
মিডফিল্ডার: লুকাস বিগলিয়া (এসি মিলান), এভার ব্যানেগা (সেভিয়া এফসি), গিওভানি লো সেলসো (প্যারিস সাঁ জা), এনজো পেরেজ (রিভার প্লেট), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সাঁ জা), ম্যাক্সিমিনিয়ানো মেজা (সিএ ইন্ডেপেন্ডেন্তে), ক্রিশ্চিয়ান প্যাভন (বোকা জুনিয়র্স)৷
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাউলো দিবালা (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস)৷
গ্রুপে প্রতিপক্ষ: আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া !