মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ইমরুল কায়েসের অর্থ সহায়তায় মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বিদ্যালয়ের হলরুমে ইমরুল কায়েসের পক্ষে সাগর কায়েস ক্রিকেট একাডেমীর কোচ মনিরুজ্জামান মাঞ্জা শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক তুলে দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুহিন আরন্য’র সঞ্চলানায় পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী স্কুল কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, মানবকণ্ঠ প্রতিনিধি মুজাহিদ মুন্না, কায়েস ক্রিকেট একাডেমীর কোচ মনিরুজ্জামান মাঞ্জা, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর খান মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন, শিউলি টেইলার্সের মাষ্টার শাহা আলম প্রমুখ।
ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে প্রতিবন্ধী শিশুরা উল্লাস প্রকাশ করতে দেখা যায়। পোশাক তৈরি করতে সহয়তা করেন শিউলি টেইলার্স।