নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের সবচেয়ে বড় সম্পদ শিক্ষা। জাতির পিতার দেখানো পথে ছাত্রলীগকে চলতে হবে। সবাইকে শিক্ষিত হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল আলবদরের দোসররা। ’৭৫-এর পর মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টা ৩৫ মিনিটে সেখানে উপস্থিত হন।
অনুষ্ঠানে ছাত্রলীগের প্রাক্তন কর্মী ও আজীবন সদস্য শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।