জনসভায় আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৫

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের জনসভায় আসার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। জানা যায়, গতকাল বিকেলে আলমডাঙ্গা থেকে আলমসাধুযোগে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের জনসভায় আসছিলেন নেতা-কর্মীরা। আলমসাধুটি জেহালা বাবুর মোড় এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাঁচজন আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে হারদী ইউনিয়নের পরাগপুর গ্রামের খিলাপাড়ার রওশন ম-লের ছেলে মান্নান (৪০) ও একই গ্রামের হাটপাড়ার মৃত রেজাউল হকের ছেলে মো. নবীনের (৩৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা।