অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির বিষয়ে কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ বার্তা দেন।
ফেসবুকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা লিখেছেন, ‘চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতির যে পুনর্বাসন হচ্ছে এর পরিণতি ভালো হবে না’।
তিনি আরও লেখেন, ‘জনমনে ক্ষোভের জন্ম দিয়ে কিভাবে নতুন বাংলাদেশের অংশ হবেন’?
এর আগেও এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।
চাঁদাবাজি আর দখলদারিত্বের পুরনো প্যাটার্ন অনুসরণ করলে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে সময় লাগবে না’।