জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার

0
9

মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন, চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের নিজ উদ্যোগে জেলার আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সেরা সুশীল সেবা পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
জেলা প্রশাসক বলেন, ‘একমাত্র আমরাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আগামী এক শ বছরের পরিকল্পনা গ্রহণ করেছি। পৃথিবীর আর কোনো দেশ এ পরিকল্পনা করেনি। আমরা অতিদ্রুত এগিয়ে যাচ্ছি। আমরা সেই স্বপ্ন দেখছি, ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত দেশের গর্বিত নাগরিক হব।’ এ সময় তিনি আরও বলেন, উন্নত সেবাদানের জন্য উচ্চতর দক্ষতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। জনগণকে সহজে ও দ্রুত সেবা প্রদানের জন্য প্রশিক্ষণলব্ধ জ্ঞানের প্রয়োগ, বিভিন্ন সেক্টরে উদ্ভাবনমূলক ও লাগসই প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আইসিটি কার্যক্রমকে উন্নতকরণ, সহজতরকরণ এবং স্বল্পখরচে প্রান্তিক জনগণের নিকট সেবা পৌঁছানোর জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার।
এ সময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামিম কবির, এনএসআই চুয়াডাঙ্গার উপপরিচালক জামিল সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মাসুম আহমেদ, পরিবার পরিকল্পনা চুয়াডাঙ্গার উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার সাহা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলার আটজন কর্মকর্তাকে সেরা সুশীল সেবা পুরস্কার প্রদান করা হয়। তাঁদের কার্যালয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনসহ জনগনের সেবার মান বৃদ্ধি ও হয়রানিমুক্ত ভালো সেবা প্রদান করার জন্য এ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সবুক্তগীন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামিম কবির এবং পরিবার পরিকল্পনা চুয়াডাঙ্গার উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার সাহা।
মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আখতারুজ্জামান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কে এম শফিউল আযম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচারক বিকাশ কুমার রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তারা কোনো অপরাধ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে কোনো অনিয়মের ঘটনা না ঘটে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা সর্বোচ্চ সেবা, শ্রম ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সবার প্রতি আহ্বান জানান।