নিউজ ডেস্ক:
মিরসরাই এবং সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে পঞ্চম দফায় আরো ১৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান জানান, মিরসরাইয়ে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে সীতাকুণ্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় পৃথকভাবে ১৫ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত দুটি মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারের সাধন কুটিরে অভিযানের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় গত ১৭ মার্চ তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর ২৮ মার্চ শুধু সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এরপর ১ এপ্রিল আবারও সীতাকুণ্ড থানায় হত্যা এবং সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ১২ এপ্রিল চতুর্থবারের মতো ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ।
গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে সাধন কুটির থেকে জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।