নিউজ ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে ‘রিপোল ২৪’। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এর অর্থ ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর এই অভিযানও প্রসারিত হয়েছে।শনিবার বিকাল পৌনে ৫ টায় জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোয়াত টিমের অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘সূর্য বাড়ি’ নামে তিনতলা ওই ভবনটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।