নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহল নামের ভবনের নিচ তলায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু করতে অবস্থান নিয়েছে সোয়াত টিমের সদস্যরা। অভিযান শেষে সম্ভাব্য হতাহতদের বের করতে ইতোমধ্যেই বাড়িটির সামনে ২টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে বাড়ির চারপাশে অবস্থান নেন ঢাকা থেকে যাওয়া সোয়াত টিমের সদস্যরা। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকেল ৫টার দিকে বাড়িটির সামনে অবস্থান নেয় অ্যাম্বুলেন্স দু’টি।