ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশে দেন

0
8

গুজব প্রতিরোধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের লিফলেট বিতরণ
নিউজ ডেস্ক:সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশ পৃথকভাবে এ প্রচারণা চালায়।
চুয়াডাঙ্গা:
গুজব ছড়িয়ে দেশজুড়ে একের পর এক গণপিটুনিতে হত্যাকা-ের ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ হাট-বাজার, মার্কেট-শপিংমল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী এ কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব হোসেন প্রমুখ। ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ বলে গুজব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। গুজব ছড়িয়ে ও গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ফৌজদারি অপরাধ। এতে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান কর্মকর্তারা।
ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর থানার উদ্যাগে স্কুল-কলেজ ও হাট-বাজারে ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানো ও গণপিটুনিবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা বাজারে এ সভা শেষে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান খান উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম, পলাশ ও ডাকবাংলা ফাঁড়ির ইনচার্জ তৌহিদুজ্জান উপস্থিত ছিলেন। ওসি মিজানুর খান সমাবেশে বলেন, ‘আপনারা কেউ গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো কিছু শুনলে ৯৯৯ এই নম্বরে পুলিশকে জানান।’
হরিণাকু-ু:
‘গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এ গুজবকেকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজনের নিহতের ঘটনা ঘটেছে, এটি সম্পূর্ণ একটি গুজব। এ ধরনের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনগণকে সচেতন করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক সর্তকীকরণ লিফলেট বিতরণ করেছে হরিণাকু-ু থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে, বাজারে ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে হরিণাকু-ু থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সতর্কীকরণ এ লিফলেট বিতরণ করেন।