বুধবার (৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে একটি সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে বলেন, ‘দেশের রাষ্ট্রক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার।
কারণ, পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘এত দিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে। ’
বিএনপি সূত্র বলছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা দ্রুত পূরণ হোক।
সূত্র আরও জানায়, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে, সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে।