চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে গেস্ট ও হলরুম উদ্বোধন করলেন দিলীপ কুমার আগরওয়ালা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা দেবীর নামে নামকরণ করে ভবনের ৪র্থ তলার হলরুম ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের নামে ভবনের ৫ম তলায় আধুনিক সুযোগসুবিধা-সংবলিত একটি গেস্টরুম উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শুক্রবার রাত ৯টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, জেলা যুবলীগের আহ্বায়ক নইম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মন্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্তুজা, এস এম তসলিম আরিফ বাবু, এ কে এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, সেলিম আহম্মেদ, কিশোর কুমার কু-ু, নাসির আহাদ জোয়ার্দ্দার, এ এন এম আরিফ, কামরুল ইসলাম হীরা ও দিলীপ কুমার আগরওয়ালার সহোদর বিশিষ্ট ব্যবসায়ী পিণ্টু কুমার আগরওয়ালা।
তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক কৃতী ব্যবসায়ী সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি চুয়াডাঙ্গার সন্তান। এ জেলার উন্নয়নে সর্বদা কাজ করে যাব আমি।’ এ সময় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়সহ উপস্থিত সবাইকে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।