চুয়াডাঙ্গা হাসপাতালে রোগীর মৃত্যু : সেবিকা লাঞ্চিত!

0
19

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হৃদরোগীর মৃত্যুতে তার পরিবারের স্বজনদের বিরুদ্ধে হাসপাতালের সেবিকারা লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডের সেবিকারা অভিযোগ করে বলেন, শনিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মুক্তার হোসেন নামের এক হৃদ আক্রান্ত এক রোগী হাসপাতালে ভর্তি হয়। ভর্তির আধাঘন্টা পর অর্থাৎ সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এতে মুক্তার হোসেনের পরিবারের সদস্যরা সেবিকাদের ধাক্কাধাক্কিসহ লাঞ্চিত করে বলে অভিযোগ উঠে।
হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডের সেবিকা জানান, তারা রোগীকে সাধ্যমত সেবা প্রদান করেছেন। রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় ডাক্তারের নির্দেশ মতে রোগীকে কর্ডসন ইনজেকশন প্রদান করা হয়। এর কিছুক্ষণ পরে রোগীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর রোগীর স্বজনেরা সেবিকাদের লাঞ্চিত করে। এ সময় ওই ওয়ার্ডে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানান, আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে গিয়ে কোন গোলযোগ দেখতে পাইনি। এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি।