চুয়াডাঙ্গা হাসপাতালে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরের কোনো এক সময় ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসকেরা। জানা যায়, গত ২৮ আগস্ট রাত আটটার দিকে মালেক উকিল নামের এক ব্যক্তি পুলিশের সহায়তায় গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। দুই-এক দিন হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। পরবর্তীতে ওই বৃদ্ধকে হাসপাতালের সিঁড়ির নিচে রাখা হয়। সেখানেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার সকালে হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী দেখার সময় ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, গত ২৮ আগস্ট রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে তাঁকে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল মারা যান। অজ্ঞাতনামা বৃদ্ধের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ওই বৃদ্ধের লাশের ময়নাতদন্ত শেষে অজ্ঞাতনামা লাশ দাফনকারী সংস্থা ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’-এর মাধ্যমে গতকাল জান্নাতুল মাওলা কবরস্থানে লাশ দাফন করা হয়।