নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মধ্যরাতে বিপুল (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তেই লাশ নিয়ে সটকে পড়েছে পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এদিকে হাসপাতালে দেয়া তাদের দেয়া পরিচয়পত্র পর্যন্তও ভুয়া। এ নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকসহ সেচ্ছাসেবকদের মনে সন্দেহের দানা বেধেছে।
হাসপাতালে সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় নিহত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর উপজেলার ককুততুবপুর ইউনিয়নের মাহাম্মদজুম্মা গ্রামের জামালের ছেলে বিপুল পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেজিস্ট্রি করানো হয়। পরে লাশ নিয়ে দ্রুত সটকে পড়ে পরিবারের সদস্যরা।
এদিকে, গতকাল নিহতের পরিচয় দেয়া ঠিকানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামে বিপুল নামের কোন যুবক মারা যায়নি। ওই নামের যুবক থাকলেও বাবার নামের সাথে কোন মিল নেই। গ্রামের দু’জন ইউপি সদস্যের সাথে কথা বললে তারাও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল নামের কোন যুবক বৃহস্পতিবার রাতে মারা যায়নি। এমনকি গত এক মাসে গ্রামের কোন ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক আবু হাসান ওয়াহেদ রানা বলেন, ওই যুবককে হাসপাতালের নেয়ার বেশ কিছুক্ষন পূর্বেই মারা যায়। তবে বিষয়টি সন্দেহজনক হলেও লাশ নিয়ে চলে যাওয়ায় কোন মন্তব্য করা যাচ্ছে না। তবে তিনি বলেন, নিহতের লোকজন বলেছিল নিহতের দাঁতের অপারেশন করা হয়েছিল এবং সে দীর্ঘদিন যাবত জন্ডিসে ভুগছিল। তবে তারা উক্ত রোগের যথাযথ চিকিৎসাপত্র দেখাতে পারেনি বলে জানান চিকিৎসক।